আম্পানে যাদের ক্ষতি হয়েছে কুড়ি হাজার টাকা করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট কিন্তু জোড়াফুলেই দেবেন
Abhishek Banerjee speech শনিবার কুলটি বিধানসভা কেন্দ্রের মাঠে সভা করতে গিয়ে বিজেপিকে আক্রমণ করতে দেখা গেল সকলের প্রিয় বাংলার যুবরাজ শ্রী অভিষেক ব্যানার্জিকে(Abhishek Banerjee). তিনি বলেন মমতা ব্যানার্জি এমন একজন নেত্রী যার বিরুদ্ধে লড়াই করার জন্য বাইরে থেকে লোক আনা হচ্ছে গুজরাট উত্তর প্রদেশ থেকে মেয়েটা টেনে আনা হচ্ছে বাংলায় এমনকি তৃণমূল থেকে নেতা ভাঙ্গাতে হচ্ছে তাই তিনি বলেন উত্তরপ্রদেশের কাপড় ধুতে বাংলার লোহার জং ধরবে না। এবং বলেন যদি হিম্মত থাকে চ্যালেঞ্জ করছি আপনারা জয় শ্রীরাম না বলে জয় সিয়ারাম বলুন।
তিনি বলেন বিজেপি ভুলছে সোনার বাংলা গড়বে কিন্তু সোনার বাংলা গড়বে কিভাবে দিলীপ ঘোষের সোনার দুধ দেয় তা দেখি সোনার বাংলা গড়বে আরে আগে আপনারা সোনার মধ্যপ্রদেশ বানান আগের সোনার উত্তরপ্রদেশ বানান আগে সোনার রাজস্থান বানানা বানান তারপর সোনার বাংলা বানাবেন।
যারা বলছে জয় শ্রীরাম আমি চ্যালেঞ্জ করছি তাদেরকে । জয় শ্রী রাম না বলে বলুন জয় সিয়ারাম। আগে সীতা তারপর রাম । প্রত্যেকটা মিটিংয়ে আপনারা বলুন বিজেপির নেতাদের আমি চ্যালেঞ্জ করলাম। জয় সিয়ারাম দিয়ে তারা সভা শুরু করুন। তারা করবেনা কেন জানে সীতাকে সম্মান দেবেনা।
অভিষেক ব্যানার্জি সর্ব বিস্তারিতভাবে তিনি কি কি বলেন নিচের পয়েন্টে দেখুন-
- একই রাজ্যে একই সরকার করতে হবে কেন চোর চুরি করলে ধরা পড়বে না তার জন্য।
- আমরা দক্ষিণ 24 পরগনা তে 31 সে 31 করব।
- স্কুলের বাচ্চা থেকে শুরু করে বিধায়ক সাংসদ সবাইকে কিনছে।
- অমিত সাহা বহিরাগত দিলীপ ঘোষ গুন্ডা কৈলাশ বিজয় বর্গী বহিরাগত রাজনাথ সিং বহিরাগত আমি নাম নিয়ে বলছি।
- আম্পানে যাদের ক্ষতি হয়েছে কুড়ি হাজার টাকা করে কে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়।
- কে দিয়েছে জনগণমন-অধিনায়ক এর নায়িকা সর্বজন শ্রদ্ধা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- আমার গলা কেটে দিলো জয়বাংলা বেরোবে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে।
- আমার বিরুদ্ধে এতোটুকু কোন প্রমাণ তোমাদের কাছে থাকে আমার কোন কার্যকলাপের জন্য বাংলা মায়ের নাম কুলুষিত বা কালিমালিপ্ত হয়েছে আমাকে ইজিসিবি আই দিয়ে চমকাতে ঢোকাতে হবে না আমি বলেছি আবার বলছি আমার রেকর্ড ক্যামেরার সামনে একটা ফাঁসির মঞ্চ করবেন আমি কি মৃত্যুবরণ করবো।
- চ্যালেঞ্জ দিচ্ছি উন্নয়নে নিরিখে আমার দিদি কি করেছে আর তোমাদের মোদি কি করেছে ক্ষমতা আছেন লাইক করবে 10 / 0 গোলে হারাব
- দিলীপ ঘোষ ইন্ডিয়া টু যেতে গিয়ে কি বলছে জানেন আমি সর্ব সর্বা মা দুর্গার কোন ভ্যালু নেই।
- লজ্জা হয় না যে নামের নামের ধ্বনি দিচ্ছে সেই রাম কে আমরা অকালবোধনে রাম বলে চিনি। নিজের যোগ্যতা পর্যন্ত মা দুর্গাকে অর্পণ করেছিলেন। তার কারণ যেমন নারীদের সম্মান করতে পারেনা।
- যারা নারীদের সম্মান দেয় না যারা নারীদের শোষিত বঞ্চিত ও উৎপীড়িত করে রেখেছে।
- যারা বলছে জয় শ্রীরাম আমি চ্যালেঞ্জ করছি তাদেরকে । জয় শ্রী রাম না বলে বলুন জয় সিয়ারাম। আগে সীতা তারপর রাম । প্রত্যেকটা মিটিংয়ে আপনারা বলুন বিজেপির নেতাদের আমি চ্যালেঞ্জ করলাম। জয় সিয়ারাম দিয়ে তারা সভা শুরু করুন। তারা করবেনা কেন জানে সীতাকে সম্মান দেবেনা। মহিলাদের সম্মান দেবেনা। মহিলারা তো এদের কাছে ও সম্মানের পাত্র। মহিলা ধর্ষন হচ্ছে এদের রাজ্যে।
- আর ভারতবর্ষে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী বাংলার উন্নয়নের ধারাকে চালাচ্ছে। তাই যে করে হোক তাকে হঠাতে হবে।
- এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী করার লড়াইয়ে না এই লড়াই বহিরাগতকে বাংলা থেকে বিতাড়িত করার লড়াই।
- 5 লক্ষ 25 হাজার কোটি টাকা সাত বছরের বাংলা থেকে কেটে নিয়ে গেছে এই নরেন্দ্র মোদি সরকার এইটা কার টাকা এই টাকা বাংলা টাকা।
- দুয়ারে সরকারে মানুষ এসে লাইন দিচ্ছে। কিন্তু নোট বন্দি সময় মানুষ লাইন দিয়েছিল সে লাইন মৃত্যুর লাইন সেই লাইনে মানুষ মারা গেছে। আর দুয়ারে সরকারের লাইন জীবন দেওয়ার লাইনে। সেই লাইন ভালোবাসার লাইন আর আমাদের লাইনের লোক জীবন ফিরে পেয়েছে।
- ভারতবর্ষে একটা রাজ্য দেখান যেখানে স্বাস্থ্য শিক্ষা খাদ্য এর জন্য মানুষকে টাকা দিতে হচ্ছে।
- আগে গুজরাট সামলা পরে ভাবিস বাংলা। গুজরাট থেকে লোক এসে বাংলার মেয়েকে অসম্মান করবে। এবার নারীদের অসম্মান করবে মা দুর্গা কে অসম্মান করবে মা লক্ষ্মী কে অসম্মান করবে মা সরস্বতী কে অসম্মান করবে। অত সোজা নয়
- ভোট শেষ হওয়ার আগে অমিত সাহা বলেছিল না মমতা জয় শ্রীরাম বলেগা । আমিও বলছি তোমাদেরকে দিয়ে জয় সিয়ারাম বলাব , যদি বাপের ব্যাটা হই।
- মহিষাসুর বধ মনে আছে তো এবার দিল্লির মহিষাসুর গুলিকে আচ্ছা করে বধ করা হবে। দুর্গার কিরূপ দশপ্রহরণধারিণী। দুর্গা মা যেদিন জাগবে। মনে আছে অসুর হাজারে হাজারে আর মা দুর্গা একা ত্রিশূল হাতে নিয়ে।
- নোট নেবেন পদ্মফুলের ভোট দেবেন জোড়া ফুলে। নোট নেবেন পদ্মফুলের, ভোট দেবেন জোড়াফুলে। টাকা দিলে নেবেন। কাজে লাগাবেন। ভোট কিন্তু জোড়াফুলেই দেবেন।