ইনটারভিউ অনুপ্রেরণামূলক কাহিনী
Positive motivational story in bengali
![]() |
ইনটারভিউ অনুপ্রেরণামূলক কাহিনী |
কথায় কথায় বাবা - মা এটা কর সেটা কর, এটা করিসনা, সেটা করিসনা
বলে টিক্ - টিক্ টিক্ - টিক্ করতেই থাকেন । অসহ্য লাগে । মনে হয় যেন সব ছেড়েছুড়ে
দিয়ে বার হয়ে যাই যেদিকে দূ-চোখ যায় । ঈশ্বর জানেন কবে বাপ-মার রোজকার এই
খিচিরমিচির - টোকাটাকির থেকে নিঃষ্কৃতি
পাবো ! মানে, -- আমিও এমনটাই ভাবতাম । পাই একটা চাকরি, পালাবো ঘর ছেড়ে । রোজ রোজ এতো কথা শুনতে হবে না আর । এমনই
ভাবতাম । হয়তো আমার মতো অনেকেই এমনটাই ভাবেন ।
তবে আমরা মনে হয়, এই রকমটা ভেবে একেবারেই ঠিক করিনা । আমরা বুঝিনা, যে এই নিত্য তিরিশের কিচকিচানি থেকে নিজেদের অজান্তেই আমরা কেমন করে সংস্কারিত হয়ে উঠি । সহবত শিক্ষা পাই স্বাভাবিক ভাবেই । এই বিষয়েই আমার পরিচিত এক ভাইয়ের অভিজ্ঞতা শোনাচ্ছি : --
ইনটারভিউ :
বহু দৌড়ঝাঁপ করে শেষমেশ আজকে একটা
ইনটারভিউ দিতে গেছি এক অফিসে । পাস করে বেরোনোর পর, এইটাই ছিল আমার প্রথম চাকরির ইনটারভিউ । ঘর থেকে বেরোনোর সময় ভাবছিলাম, উফ্ ভগবান, চাকরিটা একবার
লেগে যাক, বাপ - মার ঐ পুরোনো বাড়িটা ছেড়ে শহরের
অন্য কোথাও একটা বাসা ভাড়া নিয়ে থাকা যাবে । এমন স্বার্থপরের মতো চিন্তা করে ঠিক
করছিলাম না ভুল, তা মনে আসেনি একবারও, কিন্তু এমনটাই কিছু ভাবছিলাম, এটা ঠিক । সকাল থেকে রাত্তির পর্যন্ত টিক্ টিকবাজি লেগেই থাকে যে ।
সক্কালবেলা ঘুম ভেঙ্গে উঠতেই, --- এই বিছানা গুছোও, চলো তক্ষুনি বাথরুম, -- দু-দন্ড আড়মোড়া ভাঙ্গবো যে সে উপায় নেই ! বাথরুম থেকে বার হয়েছি কি হইনি,-- এ্যাই, কল ঠিক করে বন্ধ করেছিস ? গামছাটা ধুয়ে মেলে দিলি না অমনিই এক পাশে ছেড়ে এলি ?
ব্রেকফাস্ট করে ঘর থেকে বার হতে যাব কি ব্যাস্, -- পাখা বন্ধ করেছিস ? চালু রেখে আসিসনি তো ?--- উফ্ !! আর কতো শুনতে হবে ? চাকরিটা পাই একবার...!!
বসে গেলাম আমিও, বসের জন্য অপেক্ষায় । বসে আছি তো আছিই, বেশ কিছুক্ষণ কেটে গেছে । এদিক সেদিক দেখতে গিয়ে দেখি, বেলা এগারোটাতেও আলোগুলো জ্বলছে, একি রে বাবা ! মার কথা মনে পড়লো, -- লাইট নিভিয়েছিস ? উঠে গিয়ে লাইটগুলো নিভিয়ে দিয়ে এলাম নিজেই, আর কেউ তো গ্রাহ্যই করছে না দেখছি !
ওয়াটার কুলারটা আমিই ঠিক করে বন্ধ করে দিলাম । বসে আছি, তো একটা স্টাফ এসে জানালো দোতলায় হবে ইনটারভিউ । চলো ওপরে । দেখি সিঁড়ির আলোগুলোও সব জ্বলছে তখনও । কি রে ভাই ! এই অফিসে কি লোকজন কিছুই দেখে না ? আমার বাড়িতে হলে তো এতোক্ষণ হাজার বার মা খিটখিট করতেন, -- লাইটগুলো বন্ধ করিসনি তো ? ঘরের কথা যেমনি মনে পড়া, সিঁড়ির আলোর স্যুইচ্ খুঁজে বন্ধ করে দিলাম আলোগুলো, অকারণে কেন জ্বলবে ? ওপরের অফিসে ঢুকতে গিয়ে দেখি, রাস্তার মধ্যিখানে একটা চেয়ার কে জানি বসিয়ে রেখেছে, এতটুকু জ্ঞানগম্যি যদি থাকে ! একপাশে সরিয়ে রাখলাম চেয়ারখানা । সরিয়ে রেখে, ওপরের হল ঘরে ঢুকলাম । ইনটারভিউ ইতিমধ্যেই দেখি শুরু হয়ে গেছে ।
শিক্ষামূলক ভাবে এই গল্পকে জীবন গঠনে কাজে লাগাতে পারেন। জীবন গঠনের জন্য এরকম ছোট ছোট শিক্ষামূলক গল্প যা সফলতার ক্ষেত্রে অনেক অনুপ্রেরণা যোগায়
একসময় আমার ডাক পড়লো । ঢুকলাম বসের অফিসে । বসকে ফাইলটা দিতে ফাইল খুলে একবার চোখ বুলিয়ে হাসি মুখে বললেন, -- কবে থেকে জয়েন করছেন বলুন ।